ফরিদপুরে ত্রাণ দিতে মোশাররফ ও মায়া


প্রকাশিত: ০৯:১৫ এএম, ২২ আগস্ট ২০১৬

ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড়ে ছয় জন নিহতসহ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করতে এবং তাদের ত্রাণ সহয়তা দিতে ফরিদপুরে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই জানান, সোমাবর বিকেল ৪টায় সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এ দুই মন্ত্রী। পরে গেরদা ইউনিয়নের নিখুরদী স্কুল মাঠে ও কৈজুরীর লস্করকান্দীতে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

Faridpur

সদর উপজেলার পরিকল্পনা কর্মকর্তা (পিআইও) পরিতোষ বাড়াই জানান, ঘূর্ণিঝড়ে নিহত ও ঘরবাড়ি ভেঙে যাওয়া এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সর্বমোট ৩০ টন চাউল, নগদ ১ লক্ষ টাকা ও ৭৫ বান্ডিল টিন সহায়তা দেওয়া হবে।

এসএম তরুণ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।