বনদস্যু জনাব বাহিনীকে মুক্তিপণ দিয়ে ফিরল দুই জেলে
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বনদস্যু জনাব বাহিনীকে মুক্তিপণ পরিশোধ করে বাড়ি ফিরেছে দুই জেলে। রোববার ভোরে বাড়ি ফেরে তারা।
মুক্তিপণ দিয়ে ফেরা জেলেরা হলেন- শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের আলহাজ জুম্মান গাজীর ছেলে আলম গাজী (৩২) ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের আজগর গাজীর ছেলে মজিদ গাজী (৩৫)।
জেলে আলম গাজী জাগো নিউজকে জানান, ১৪ আগস্ট সুন্দরবনে দাড়গাং নদীতে মাছ ধরার সময় তাদের অপহরণ করে বনদস্যু জনাব বাহিনী। দস্যুরা পরিবারের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা পরিশোধ করার পর আমাদের মুক্তি দেয়।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, অপহরণের বিষয়টি থানায় কেউ জানায়নি। তবে কেউ যদি মামলা দেয় তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এআরএ/এবিএস