বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দেবহাটার কুলিয়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক মিলন হোসেন (৩৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। সোমবার বিকেল ৫টার দিকে কুলিয়া আশু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন আলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত এক অজ্ঞাত পরিচয়ের মহিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আশু মার্কেটের সামনে একটি ইঞ্চিনচলিত ভ্যানের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ভ্যান চালক মিলন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন কুলিয়া গ্রামের হাবিবুল্লাহ। অপর এক মহিলার নাম জানা যায়নি।
দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/এআরএ/এবিএস