ত্রাণ নিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বন্যার্তদের ত্রাণ নিয়ে কোনোরকম টালবাহানা চলবে না। ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার বিকালে ফরিদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন এলজিআরডি মন্ত্রী। সদর উপজেলার ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিয়ন পরিদর্শনকালে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জুট মিল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। এ সময় ফরিদপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে ৩০ মেট্টিক টন চাল, এক লক্ষ টাকা ও ৭৫ বান্ডিল টিন এবং গৃহনির্মাণ বাবদ তিন হাজার করে টাকা দেয়া হয়।
এ সময় ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলা করতে সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী মওজুদ রয়েছে। দুর্যোগকে ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে সবাই মিলে মিশে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান ত্রাণমন্ত্রী।
প্রসঙ্গত, রোববার দুপুরে ফরিদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে জোবাইদা করিম জুট মিলের সেড ভেঙে চার শ্রমিক ও গাছ চাপা পড়ে আরো দুই জনের মৃত্যু হয়।
এস.এম. তরুন/এএম/এবিএস