মা-বাবা সচেতন হলে সন্তানরা জঙ্গিবাদে জড়াবে না


প্রকাশিত: ১২:১১ পিএম, ২৩ আগস্ট ২০১৬

চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মো.শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে মা-বাবাকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা যদি সন্তানদের ব্যাপারে সচেতন হন, তাহলে সন্তানরা জঙ্গিবাদে জড়াবে না।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদরে সন্ত্রাস জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি মো.শফিকুল ইসলাম।

ডিআইজি বলেন, আপনার এলাকায় অপরিচিত কোনো যুবক বাসা ভাড়া নিলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। তাদের সম্পর্কে খোঁজ-খবর রাখেন। এদেশ আপনার, আমার, সবার। দেশকে সবার ভালোবাসতে হবে।

জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে আয়োজিত সভায় জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমা, জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও কমিউনিটি পুলিশিং সেলের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।