বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতা আন্দোলনের কাণ্ডারি


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৩ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের একজন দক্ষ কাণ্ডারি। যার জন্ম না হলে ৫৬ হাজার বর্গমাইলের একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা আমরা পেতাম না।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

‘বঙ্গবন্ধু পরিষদ’ জাতীয় শোক দিবস-২০১৬ পালনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করে নোবিপ্রবি।

মো. গোলাম মোস্তাফার সঞ্চালনায় ও অধ্যাপক ড. সৈয়দ আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগরের সভাপতি জনাব মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু একজন আধুনিক জাতীয়তাবাদী নেতা। ১৯৭১ সালে বাংলদেশ নামক যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে। তা উপমহাদেশের জাতীয়তাবাদী আন্দোলনে এক নতুন মাত্রা সংযোজন করেছে।

বিশেষ অতিথির বক্তৃতায় জনাব মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ১৯২০ সালের ছোট খোকা বাবু থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু থেকে সমগ্র বাঙালির জাতির পিতা হয়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার কাণ্ডারি শেখ সাহেব যিনি সারাটা জীবন একটি দেশের স্বাধীনতার জন্য মুক্তিসংগ্রাম করেছেন, বার বার জেলবন্দি হয়েছেন। সোনার বাংলা গড়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ।

এতে নোবিপ্রবি পরিবারের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে ‘টুঙ্গিপাড়া থেকে ধানমন্ডি ৩২ : মহাকালের মহানায়ক এবং আমাদের পথচলা’ এ শিরোনামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে সকালে নোবিপ্রবি পরিবারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা  হয়। এ সম ৭৫’র ১৫ আগস্ট নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

মিজানুর রহমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।