সংঘর্ষে নেতৃত্ব দেয়ায় ইউপি সদস্যসহ আটক ৩


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৪ আগস্ট ২০১৬

জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে শরীফপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন জানান, সদর উপজেলার শরীফপুর উচ্চ বিদ্যালয়ের দুই সহপাঠীর ঝগড়াকে কেন্দ্র করে বুধবার সকালে শরীফপুর ইউনিয়নের বেপারীপাড়া ও মির্জাপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এসময় বেপারীপাড়া গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে মির্জাপুর গ্রামবাসী।

jamalpur

সংঘর্ষে মঞ্জুয়ারা, আব্দুর রহিম, নাজাসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ সংঘর্ষে নেতৃত্বদানকারী শরীফপুরের মির্জাপুর গ্রামের ইউপি সদস্য খোকন মিয়াসহ ৩ জনকে আটক করে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুভ্র মেহেদী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।