হাতিয়ায় দুই গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের বটতলী গ্রামে গৃহবধূ জোস্না আরা খুকী (১৯) এবং বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের গৃহবধূ শাহেনা আকতার (২০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাতিয়া থানায় নিয়ে গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তমরদ্দি ইউনিয়নের বটতলী গ্রামের সুমন খলিফার স্ত্রী জোস্না আরা খুকীকে (১৯) যৌতুকের দাবিতে এবং পারিবারিক বিষয়ে তার শ্বশুর-শাশুড়ী ও স্বামী প্রায়ই নির্যাতন করত। এ নিয়ে একাধিক বার স্থানীয় ভাবে সালিশী বৈঠকও হয়েছে।
মঙ্গলবার রাতেও একই ভাবে তারা নির্যাতন করেছে বলে জোস্না আরা খুকীর ৪ বছরের ছেলে মাছুম স্থানীয় লোকজনের কাছে প্রকাশ করেছে। পরক্ষণে মাসুমকে তার বাবা অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং জোস্না আরা খুকী আত্মহত্যা করেছে বলে সবার কাছে প্রকাশ করে।
অপরদিকে একই দিনে বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের অন্তসত্ত্বা গৃহবধূ শাহেনা আকতারকে (২০) স্বামী আজহার উদ্দিন পারিবারিক কলহের সময় পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তাদের বিয়ের ৩ বছরের মধ্যে দাম্পত্য কলহে বহুবার সালিশ হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য রিমন উদ্দিন জানান।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মিজানুর রহমান/এফএ/এবিএস