জীবিত গাছ মৃত দেখিয়ে বিক্রি : সার্ভেয়ার বরখাস্ত


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৪ আগস্ট ২০১৬

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর বাজারের সড়কের ধারে জেলা পরিষদের পাঁচটি শিরিস চটকা গাছ মৃত ও ঝুঁকিপূর্ণ দেখিয়ে বিক্রির ঘটনায় সার্ভেয়ার হাসানুজ্জামানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ২১ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জুবাইদা নাসরিন স্বাক্ষরিত এক আদেশ বুধবার জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছে।

জেলা পরিষদের বরখাস্তকৃত সার্ভেয়ার মো. হাসানুজ্জামান পটুয়াখালীর বাউফলের সুলতান মাস্টারের ছেলে।Satkhira

জানা যায়, শুক্রবার সকালে আশাশুনি-সাতক্ষীরা সড়কের ব্রহ্মরাজপুর বাজারের পাঁচটি জীবিত গাছ মৃত ও ঝুঁকিপূর্ণ দেখিয়ে কেঁটে ফেলার সময় স্থানীয়দের জনরোষে পড়েন গাছ কাটা শ্রমিকরা। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। পরে গাছের কাটা ডালাপালা পুলিশের হেফাজতে নেয়। জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামান জীবিত গাছগুলো মৃত ও ঝুঁকিপূর্ণ দেখিয়ে বিক্রি করে দেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
 
এ ঘটনায় সার্ভেয়ার হাসানুজ্জামান বলেন, তার কোনো দোষ নেই। বিপদজ্জনক হওয়ায় জেলা পরিষদের প্রধান নির্বাহীর অনুমোদন নিয়ে গাছগুলো কাঁটা হচ্ছিল।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহম্মেদ জানান, গাছ কাঁটার ঘটনায় সার্ভেয়ার হাসানুজ্জামানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জনগণের সুবিধার্থে গাছের ডাল-পালা কেটে ফেলা হচ্ছিল। গাছ কাটা হচ্ছিল না। সাংবাদিকরা মিথ্যে খবর প্রচার করেছে।

আকরামুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।