ডিমলায় শিশু ও কৃষকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২৫ আগস্ট ২০১৬

নীলফামারীর ডিমলায় ৪ বছরের শিশুকে জবাই করে হত্যা ও তিস্তা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের গুচ্ছগ্রাম সংলগ্ন বাঁশঝাড় থেকে শিশু শুকুমনির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুকুমনি দক্ষিণ বালাপাড়া গ্রামের এনছান আলীর মেয়ে।

এদিকে, বৃহস্পতিবার সকালে তিস্তা নদী  কৃষক তসলিম উদ্দিনের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তসলিম উদ্দিন গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দক্ষিণ বালাপাড়া গ্রামের এনছান আলীর মেয়ে শুকুমনি বুধবার সকালে গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে খেলা খেলছিল। দুপুরে বাড়িতে না যাওয়ায় ১টার দিকে মসজিদের মাইক দিয়ে প্রচার করা হয় শুকুমনিকে পাওয়া যাচ্ছে না।

সারাদিন অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে মাঠের অদূরে বাঁশঝাড় সংলগ্ন গর্তে গলা কাটা মরদেহ দেখতে পেয়ে তার পরিবারকে জানালে শিশুটির মা মরদেহ সনাক্ত করেন। রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।

অপরদিকে, বুধবার দুপুরে পশ্চিম খড়িবাড়ী গ্রামের মনির উদ্দিনের ছেলে তসলিম উদ্দিন তিস্তার ধারে ঘাস কাটার জন্য বস্তা ও কাঁচি দিয়ে বের হন। যাওয়ার সময় তিনি বলে যান নদী থেকে মাছ ধরে আসবেন। কিন্তু সন্ধ্যার পর ফেরত না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির জন্য বের হলে তিস্তার পাড়ে মরদেহ দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। কৃষককে হত্যা করা হয়েছে নাকি নদীতে ডুবে মারা গেছে পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুইটি ঘটনার মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

জাহেদুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।