বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী নিজাম গ্রেফতার


প্রকাশিত: ০১:১২ পিএম, ২৫ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে (২৬) গ্রেফতার করছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে তাকে বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিজাম উদ্দিন ফাজিলপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে, খুন, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও ছিনতাইসহ ১০টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নিজাম উদ্দিনের নেতৃত্বে ৬-৭ জন সিএনজির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনতাই করে। এসময় যাত্রীরা বাধা দিলে অস্ত্রধারীরা তাদের এলোপাথাড়ি পিটিয়ে আহত করলে তারা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ক্যাডার নিজাম উদ্দিনকে আটক করে। তবে এসময় অপর অস্ত্রধারীরা পালিয়ে যায়।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিজাম উদ্দিনকে আটক করলেও অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।