বিষমুক্ত সবজিতে লাভবান অর্ধশত চাষি
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধোপাকান্দি ও বাহিরদিয়া এলাকার ৫০ জন কৃষক বিভিন্ন প্রকার বিষমুক্ত সবজি উৎপাদন করে লাভবান হয়েছেন।
সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ঐ অঞ্চলের সবজি বাগানে এখন লাউ, সীম, ধুনদোল, পেপে, পোটল, শশাসহ বিভিন্ন প্রকার সবজি শোভা পাচ্ছে। এসকল সবজি চড়াদামে দ্রুত বিক্রি হওয়ায় অনেকেই এখন বিষমুক্ত সবজি চাষে উৎসাহী হচ্ছেন।
সবজি চাষি বারেক শেখ জানান, কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি ৪০শতাংশ জমিতে বিষমুক্ত পদ্ধতিতে লাউ চাষ করেছেন। পোকা দমনের জন্য শুধুমাত্র সেক্স ফেরেমোন ট্রাপ ব্যবহার করেন তিনি।
তিনি আরও জানান, এই প্রশিক্ষণের আগে সবজি খেতে ২/৩ দিন পর পর পোকাদমনের জন্য কিটনাশক ব্যবহার করতে হতো। কিন্তু এখন তিনি আর সেটা করেন না। প্লাস্টিকের ড্রামের মাধ্যমে সেক্স ফেরেমোন ট্রাপ পেতে পোকাদমন করেন। আর এর মাধ্যমেই বিষমুক্ত সবজি পাওয়া যায়।
অপর এক চাষি আমেনা বেগম জানান, আমিও জমিতে বিষমুক্ত সবজি চাষ করছি। এই সবজির প্রচুর চাহিদা থাকায় লাভও ভাল হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ঐ এলাকার সবজি বাগান পরিদর্শন করেন খামারবাড়ির ডিরেক্টর প্লানিং অ্যান্ড ইভালুয়েশন উইং কৃষিবিদ প্রতীক কুমার মন্ডল, আইপিএম প্রকল্পের এপিডি কৃষিবিদ মাহফুজুল হক চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতর ফরিদপুরের ডিটিও কৃষিবিদ গোপাল কৃষ্ণ দাস, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান নাজমুল আহসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, কৃষিবিদ আব্দুর রউফ ও কৃষিবিদ সুরাইয়া।
এসময় সবজি বাগান পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কৃষিবিদগণ উপস্থিত কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসএম তরুন/এফএ/এমএস