ফুটবল খেলা দেখার সময় চাল ধসে নিহত এক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৬ আগস্ট ২০১৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেলবানায় ফুটবল খেলা দেখার সময় একটি স্কুলের টিনের চাল ধসে রুবেল হাদী (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।

শুক্রবার বিকেলে স্কুল মাঠে ফুটবল খেলা দেখার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল  দিঘল বানা গ্রামের আজিজার রহমানের ছেলে। দুর্ঘটনার সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের প্রয়াত শিক্ষক রায়হান মাস্টারের স্মরণে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান। খেলা দেখার জন্য দর্শকরা স্কুলের একটি টিনশেড ভবনের চালে অবস্থান নেয়। টিনের চালে বেশি মানুষ অবস্থান নেওয়ায় টিনের চাল ভেঙে পড়ে। এতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. নাজমুল ইসলাম জানান, গুরুতর আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এস,এম, তরুন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।