দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
দিনাজপুরের খানসামা ও বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে তাদের নিজ নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া গ্রামে মৃত রহমান আলীর ছেলে আসাম রহমান (৫৫)। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি এবং তসলিমা খাতুন (৫৫) বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের মকিবুর রহমানের স্ত্রী।
নিহত আসাম রহমানের প্রতিবেশী সাজু রহমান জানান, তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই বৈদ্যুতিক পাখার সংযোগ মেরামত করছিল। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আনিছুর রহমান জানান, দুপুরে বাড়ির উঠোনের বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে যায় তসলিমা খাতুন। এসময় বিদ্যুতের তার ছেঁড়া থাকায় ভেজা কাপড়ে বিদ্যুৎ লাইন সঞ্চালিত হয়ে তিনি আটকে যান। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খানসামা ও বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি