উত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়ের উপর হামলা


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৭ আগস্ট ২০১৬

নোয়াখালী জেলার হাতিয়ার কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মা ও মেয়ের উপর হামলা করেছে বখাটেরা। এ ঘটনায় আহত অবস্থায় মা ও মেয়েকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রবাসী আদাব হোসেনের মেয়ে রিফাত আরা নিশিয়া কলেজে আসা-যাওয়ার সময় প্রায় উত্যক্ত করে বখাটেরা। প্রতিদিনের মতো শনিবারও নিশিয়া উপজেলা সদর ওছখালীতে অবস্থিত হাতিয়া সরকারি কলেজ থেকে আসার পথে বাড়ির পাশে বখাটেরা তার গতিরোধ করে।

খবর পেয়ে তার মা মাহমুদা বেগম ঘটনাস্থলে যান। এ সময় তার মা প্রতিবাদ করলে একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর রহমানসহ কয়েকজন ওই মা ও মেয়ের উপর হামলা করে। এতে মা ও মেয়ে আহত হন। পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান নিশিয়ার মামা মো. সুজন।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।