৩ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৮ আগস্ট ২০১৬
ফাইল ছবি

৩ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে সকাল ৮টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে এ রুটেরে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। সকাল থেকে এ রুটে আগে থেকে চলাচলকারী ডাম্ব ফেরিগুলোও বন্ধ করে দেয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রো-রো ফেরি। সকালে দুই শতাধিক স্পিডবোট এবং৮৭টি লঞ্চও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই সঙ্গে বন্ধ হয়ে যায় ৪টি কে-টাইপ ফেরি।

সংশ্লিষ্টরা জানান, হাজরা চ্যানেলের মুখে প্রায় ২৫ দিন ধরে ৬টি ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার কাজ। তারপরও নাব্যতা সংকট দূর করতে পারেনি বিআইডব্লিউটিএ’র ড্রেজার বিভাগ। মাঝে মধ্যেই ফেরি হাজরা চ্যানেল মুখ অতিক্রম করে মূল পদ্মায় যেতে পারছে না। ফেরি আটকে পড়ছে ওই চ্যানেল মুখে।

বিআউডব্লিউটিএ কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মা. রুহুল আমিন বলেন, প্রায় ২৫দিন ধরে ৬টি ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার কাজ। তারপরও নাব্যতা সংকট দূর করতে পারেনি বিআইডব্লিউটিএ’র ড্রেজার বিভাগ। মাঝে মধ্যেই ফেরি হাজরা চ্যানেল মুখ অতিক্রম করে মূল পদ্মায় যেতে পারছে না। ফেরি আটকে পড়ছে ওই চ্যানেল মুখে।
 
নাসিরুল হক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।