নবাবগঞ্জে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী নাবিল পরিবহনের ধাক্কায় মো. সাজ্জাদ হোসেন (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে জেলার নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বাজারে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের মৃত দলিল উদ্দীনের ছেলে। তিনি চাড়ারহাটে মো. বাবু নামে এক ব্যক্তির ওয়েলডিং কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী নাবিল পরিবহন সাজ্জাদ হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/এবিএস