তালায় দুর্ধর্ষ ডাকাতি : দুইজনকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৭:৪১ এএম, ৩০ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় ব্যবসায়ী মশিয়ার মোড়লের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা পরিবারের দুই সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতরা তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃত. মহাতাব মোড়লের ছেলে মশিয়ার মোড়ল জানান, ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা নগদ দুই লাখ টাকা, সোনার গহনাসহ আরো তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা কুপিয়ে আতিয়ার রহমান (৪৫) ও জবেদা খাতুনকে (৮৫) গুরুতর জখম করে।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।