জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৯
প্রতীকী ছবি
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১২ জন, কলারোয়া থানায় ৯ জন, তালা থানায় ৩ জন, কালীগঞ্জ থানায় ৬ জন, শ্যামনগর থানায় ৭ জন, আশাশুনি থানায় ৭ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানার দুইজন রয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
আকরামুল ইসলাম/এসএস/পিআর