সিরাজগঞ্জে ৩ জেএমবি সদস্য আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার চাকশা দক্ষিণপড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে মো. ইসরাফিল (২৪), চর মোহনপুর পশ্চিমপাড়া গ্রামের হাজী আনোয়ার হোসেনের ছেলে মো. রুহুল আমিন ওরফে রুহুল (৩২) ও চর মোহনপুর উত্তরপাড়া গ্রামের পর্বত আলীর ছেলে মো. আলমাস (৩০)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান তথ্য নিশ্চিত করে বলেন, উল্লাপাড়ার মোহনপুর এলাকায় বেশ কিছু জেএমবি সদস্য নতুন করে সদস্য সংগ্রহ করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিঞ্জপ্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জেএমবি সদস্য বলে স্বীকার করেছে। তারা জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহার মাধ্যমে জেএমবিতে যোগদান করেন এবং জেএমবির সদস্য সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন।
তিনি আরো জানান, তাদের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাদল ভৌমিক/এসএস/পিআর