বাংলাদেশি সাত জেলের মরদেহ ফেরত দিলো বিএসএফ
সুন্দরবনের হিরণ পয়েন্টে ট্রলার ডুবিতে নিহত সাত বাংলাদেশি জেলের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বিজিবির নিকট তাদের মরদেহ হস্তান্তর করেন।
৩৮ ব্যাটালিয়নের পক্ষে ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি জানান, মরদেহগুলো গ্রহণ করা হয়েছে। গত ১৮ আগস্ট একই ঘটনায় নিহত তিন ভারতীয় জেলের মরদেহ ভোমরা বন্দর দিয়ে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে ফেরত আসা সাত বাংলাদেশির মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর