বাংলাদেশি সাত জেলের মরদেহ ফেরত দিলো বিএসএফ


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবনের হিরণ পয়েন্টে ট্রলার ডুবিতে নিহত সাত বাংলাদেশি জেলের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বিজিবির নিকট তাদের মরদেহ হস্তান্তর করেন।

৩৮ ব্যাটালিয়নের পক্ষে ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি জানান, মরদেহগুলো গ্রহণ করা হয়েছে। গত ১৮ আগস্ট একই ঘটনায় নিহত তিন ভারতীয় জেলের মরদেহ ভোমরা বন্দর দিয়ে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে ফেরত আসা সাত বাংলাদেশির মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।