বিরামপুরে ভুয়া পুলিশ আটক


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজার এলাকা থেকে আজিজুল ইসলাম (২৩) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে তাকে আটক করা হয়। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বালাহাট ইউনিয়নের বুজরুত কোনারপাড়া গ্রামে। তার বাবার নাম শহিদুল ইসলাম ও মায়ের নাম রাবেয়া খাতুন।

পুলিশ জানায়, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পোশাক পরিহিত আতিক নামধারী এই ভুয়া পুলিশ সকালে কলেজ বাজার এলাকায় মোটরসাইকেল আটকিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ অবস্থায় তার তল্লাশির ধরন দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে আতিককে আটক করে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুয়া পুলিশ পরিচয় দেয়ার অপরাধে নিয়মিত আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

এমদাদুল হক মিলন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।