জামালপুর-শেরপুর-কিশোরগঞ্জে ৬ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাস সঞ্চালন পাইপলাইনে ভারী হাইড্রোকার্বনসহ বিভিন্ন পার্টিকেল মুক্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত গ্যাসের সঞ্চালন লাইনে পিগিং (On-stream cleaning pigging) করবে। এ কাজ চলবে আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
ফলে এই কার্যক্রম চলাকালে ঘাটাইল ক্যান্টনমেন্ট, গোপালপুর, জামালপুর, সরিষাবাড়ি, শেরপুর, তারাকান্দি ও কিশোরগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত সময়ে এলেঙ্গা, টাঙ্গাইল, মির্জাপুর ও চন্দ্রা এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে। সমায়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
পিগিং এর কাজ শেষে ২১ সেপ্টেম্বর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।
এআরএস