সাতক্ষীরায় মা-ছেলের আত্মহত্যা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে ফাঁস দিয়ে মা-ছেলে আত্মহত্যা করেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে কাদাকাটি গ্রামের কেনা মন্ডলের স্ত্রী চন্দনা মন্ডলের সঙ্গে তার ছেলে সুমন মন্ডলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে মা ছেলেকে মারপিট করে।
এ ঘটনায় অভিমান করে সুমন রাতে ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর মা ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরবর্তীতে দিশেহারা মা চন্দনা মন্ডল বাড়ির পাশে গেবু গাছের ডালে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/এসএস/এমএস