সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে মানুষ ও স্থানীয়দের পদচারণায় মুখরিত সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলো। পরিবার-পরিজন নিয়ে সকল শ্রেণি-পেশার হাজারো মানুষের একটু নিরিবিলি সময় কাঁটাতে শিশুদের নিয়ে সময় কাঁটাচ্ছেন বিনোদন কেন্দ্রে।

অনেকেই গেছেন সবুজ অরণ্য সুন্দরবনে। শিশুদের পাশাপাশি বড়দেরও মনে শান্তির সুবাতাস, যেন ফিরে পেয়েছেন সোনালি অতীত।

শিশু বয়স্কদের পদচারণনায় মুখরিত সুন্দরবনের কলাগাছিয়া, শহরের আব্দুর রাজ্জাক পার্ক, মোজাফফর গার্ডেন (মন্টু মিয়ার বাগান), আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার, উড়াল উড়াল মন ট্যুরিজম, কারামোরা ম্যানগ্রোভ ভিলেজ, লিমপিড গার্ডেন, ঐতিহাসিক বনবিবি তলা (বটগাছ), রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, সীমান্তের ইছামতি নদীর তীরে টাকির ঘাট, শ্যামনগর জমিদার বাড়ি, নলতা রওজা শরীফ। এসব কেন্দ্রগুলোও সেজেছে নতুন সাঝে। বয়সী মানুষের ভিড় জমলেও সিংহভাগই শিশু ও তরুণরা। অনেকে প্রিয়জনকে নিয়ে ছুটছেন বিনোদন কেন্দ্রে। তুলছেন ছবি, সেলফিও।

akshinela

জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, সাতক্ষীরার মানুষ যারা বাহিরে থাকেন তারা ছুটিতে সকলেই নিজ এলাকায় ফিরে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরছেন। পর্যটন কেন্দ্রগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর সর্তকর্তা অবলম্বন করতে বলা হয়েছে।

আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।