আরো ৭ দিন বন্ধ ভোমরা স্থলবন্দর


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার বন্দরের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় একটি ব্রিজের সংস্কার কাজ চলার কারণে আরো ৭ দিন বন্ধের কবলে পড়েছে বন্দরটি।

এনিয়ে টানা ১৩ দিন বন্ধ থাকবে এ বন্দরের আমদানি-রফতানির কার্যক্রম। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতীয় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন লিখিতভাবে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানিয়েছে ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে আবার কার্যক্রম চলবে।

Vomra
 
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারি কমিশনার মো. আব্দুল কাইয়ুম জানান, ঈদুল আজহার কারণে ৬ দিন বন্ধ ছিল। পুনরায় আবারো ৭ দিন বন্ধের কবলে পড়লো। এই ১৩ দিনে সরকার প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।