শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল-মুলককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েম মো. মনজুরুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার বিকেলে কার্যালয়ে পৌঁছেছে।

মহসিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।