বিএনপি-জামায়াতের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত: ০২:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবুসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-১) আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম-১।

তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সি কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদ মুন্সি আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল­াহ আল কায়েস, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুসহ ১৩০ নেতাকর্মী।

এদের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা ও বিএনপি নেতা শহিদুল ইসলাম সিরাজগঞ্জ কারাগারে রয়েছেন।

জেলা চিফ জুডিশিয়াল (সদর থানা) আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) আব্দুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৫ সালের ৩১ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে সদর উপজেলার রামগাতিতে পেট্রল-বোমা হামলায় পান ব্যবসায়ী গণেশ দাস নিহত হন।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বাদী হয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াতের ১১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর মধ্যে ৮১ নেতাকর্মী জামিনে এবং ৪৮জন পলাতক রয়েছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।