সিরাজগঞ্জে কারা ফটক থেকে পলাতক আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি কুলসুম খাতুনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার গোশালা মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুলসুম খাতুন সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মোতালেব মন্ডলের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা কারাগারের প্রধান ফটক থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কুলসুম খাতুন খাতুন পালিয়ে যান।

এ ঘটনায় কারারক্ষী শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়। আসামি পালিয়ে যাওয়ার দুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার গোশালা মহল্লা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।