হাতিয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিনের পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে হাতিয়ার পৌরসভার ৮ নং ওয়ার্ডের শূন্যেরচর গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) পানিতে ডুবে মারা যায়।
শুক্রবার বিকেলের দিকে বুড়িরচর ইউনিয়নে রেহানিয়া গ্রামের নুর ইসলাম শরীফের ছেলে শফিকুল ইসলাম (৪) পানিতে ডুবে মারা যায়।
এদিকে চরকিং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শুল্লকিয়া গ্রামের মামুন মিয়ার ছেলে শাওন (৩) পানিতে ডুবে মারা যায়। তিন শিশুকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিসৎক তাদের মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান/এএম/আরআইপি