বিএনপির আন্দোলনের চোরাবালিতে আটকে গেছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের খবর নেই। একবার রমজানের ঈদের পরে, আবার কুরবানির ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়ে আসছে। কিন্তু এই বছর না ওই বছর আন্দোলন হবে, এভাবে দেখতে দেখতে কেটে গেল পাঁচ বছর। বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে, তাদের আন্দোলন আর সফল হবে না।
শনিবার বিকেলে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে দেয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সু-শৃঙ্খল রাজনৈতিক দল। আজকের গণসংবর্ধনা জনসমুদ্রে পরিণত হওয়ায়টাই তার প্রমাণ।
নিজ জন্মস্থানে সংবর্ধিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তাকে গণসংবর্ধনা দেয়ায় জেলা আওয়ামী লীগসহ স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাজনীতির মঞ্চে এসে এই প্রথম বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি।
ছোট বেলার অসংখ্য স্মৃতি উপস্থাপন করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মেয়র নির্বাচন করা এবং এ সম্মানে অধিষ্ঠিত হয়েছি। নিজের সর্বস্ব দিয়ে সাধারণ মানুষের দেয়া সম্মান অক্ষুণ্ন রাখবো। ঢাকাকে বাসযোগ্য তথা পরিবর্তন করতে আমি সচেষ্ট। তিনি অবহেলিত নোয়াখালীর সমস্যাগুলো সমাধানে সহযোগীতার আশ্বাস দেন। তিনি তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
অন্যদের আরো বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এএইচএম ইব্রাহিম, নোয়াখালী-৫ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস প্রমুখ।
মিজানুর রহমান/এআরএ/এমএস