গাজীপুরে প্রাণ-এর গাড়িতে আগুন


প্রকাশিত: ০৩:৫১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুলগাঁও এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি পণ্যবাহী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে উপজেলার মূলগাঁও এলাকায় প্রাণ-আরএফএল-এর একটি পণ্যবাহী গাড়িতে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় চালক ও হেলপার ভয়ে গাড়ি থামিয়ে নেমে পালিয়ে গেলে দুর্বৃত্তরা গাড়ির চাকায় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়ির চাকা ও চালকের সিট পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।