মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে মঙ্গলবার ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দু`জনের মৃত্যু হয়েছে।

থানার মিঠাছড়া বাজার এলাকায় কাভার্ডভ্যান ও তেলের ট্যাঙ্কলরির মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ।

মো. শহিদুল্লাহ জানান, থানার মিঠাছড়া বাজার এলাকায় সকাল ৭টায় একটি কাভার্ডভ্যান ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়েছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।

মিরসরাই এলাকার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, নিহত দুই চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।