নোয়াখালীর স্থগিত ১৩০ কেন্দ্রের ভোট ৩১ অক্টোবর
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীতে স্থগিত হওয়া ১৩০টি কেন্দ্রের ভোট আগামী ৩১ অক্টােবর অনুষ্ঠিত হবে। সোমবার সকালে নির্বাচন কমিশনার (ইসি) পুনঃভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।
এ বিষয়ে সিনিয়র নির্বাচন অফিসার মনির হোসেন জাগো নিউজকে বলেন, তারা এ বিষয়ে অবগত হয়েছেন।
তিনি আরাে জানান, নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে হাতিয়া ব্যতিত বাকী ৮টি উপজেলার কম-বেশি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেগমগঞ্জে ৫৬টি, সেনবাগে ২৭টি, সোনাইমুড়ীতে ১৬টি, সদরে ১১টি, সুবর্ণচরে ২টি, চাটখিলে ৯টি, কোম্পানিগঞ্জে ৮টি এবং কবিরহাট উপজলাতে ১টি কেন্দ্রে ভোট হবে।
মিজানুর রহমান/এসএস/পিআর