নোয়াখালীর স্থগিত ১৩০ কেন্দ্রের ভোট ৩১ অক্টোবর


প্রকাশিত: ০৯:১১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীতে স্থগিত হওয়া ১৩০টি কেন্দ্রের ভোট আগামী ৩১ অক্টােবর অনুষ্ঠিত হবে। সোমবার সকালে নির্বাচন কমিশনার (ইসি) পুনঃভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।

এ বিষয়ে সিনিয়র নির্বাচন অফিসার মনির হোসেন জাগো নিউজকে বলেন, তারা এ বিষয়ে অবগত হয়েছেন।

তিনি আরাে জানান, নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে হাতিয়া ব্যতিত বাকী ৮টি উপজেলার কম-বেশি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেগমগঞ্জে ৫৬টি, সেনবাগে ২৭টি, সোনাইমুড়ীতে ১৬টি, সদরে ১১টি, সুবর্ণচরে ২টি, চাটখিলে ৯টি, কোম্পানিগঞ্জে ৮টি এবং কবিরহাট উপজলাতে ১টি কেন্দ্রে ভোট হবে।

মিজানুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।