নওগাঁয় র‍্যাবের লিফলেট বিতরণ


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল অবরোধে নাশকতার তথ্য প্রদানের জন্য এবং জনগণকে সচেতনতার জন্য নওগাঁয় লিফলেট বিতরণ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড় হতে শুরু করে কাজির মোড়, দয়ালের মোড়, কেডির মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

উক্ত লিফলেটে জনসচেতনতা মূলক স্লোগান “মা কাঁদছে জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ” সহ আরও উল্লেখ আছে সারাদেশ ব্যাপী অবরোধ হরতাল বিপন্ন দেশ, বিবর্ণ মহাকাল বেওয়ারিশ বোমায় পুড়ছে বাস পুড়ছে আমার মা, পুড়ছে আমার ভাই-বোন আগুনে দগ্ধ আমার পরিবার সাথে জ্বলছে জাতির বিবেক। আর পুড়তে দেবনা, হতে দেব না কোনো ক্ষতি, রুখে দাড়াব, নিরাপদ একটি দেশ গড়ব এটাই নতুন অবগতি।

এছাড়া লিফলেটগুলোতে অপরাধীদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য র্যাবের মোবাইল নম্বরসহ অপরাধের তথ্যের উপর পুরস্কারের টাকার পরিমাণ উল্লেখ রয়েছে।

জয়পুরহাট র‍্যাব-৫ এর সিনিয়র এএসপি এসএম নাইমুর রহমানের নেতৃতে লিফলেট বিতরণ করে র‍্যাব সদস্যরা।  

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।