দায়িত্বে অবহেলাও বড় ধরনের দুর্নীতি
দুর্নীতি শুধু ঘুষ লেনদেন নয়। দায়িত্বে অবহেলাও বড় ধরনের দুর্নীতি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম।
মঙ্গলবার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য মেলা ও গণশুনানি অনুষ্ঠান উদ্বোধনের পর তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্যও তিনি আহ্বান জানান।
দুদকের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সনাক- লক্ষ্মীপুর এবং সুবর্ণচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্ণীতিবিরোধী র্যালি ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মকর্তাদের বেতন হয়। তাই সরকারি কর্মকর্তাদের জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা তৈরি করতে হবে। জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে হবে।
গণশুনানি শুরুর প্রাক্কালে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশীদের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ, কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম, পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম, সনাক-লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, সুবর্ণচর দুপ্রক কমিটির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী ও চর জুবলি ইউপি চেয়ারম্যান হানিফ চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুবর্ণচর উপজেলায় প্রথমবারের মত আয়োজিত তথ্য মেলা ও গণশুনানি অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলার উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, হিসাবরক্ষণ অফিস ও সমবায় অফিস অংশগ্রহণ করে।
নোয়খালীর জেলা প্রশাসক বদরে মনির ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে ভুক্তভোগীরা তাদের অভিযোগ সরাসরি তুলে ধরেন, প্রতিকার দাবি করেন এবং সংশ্লিষ্ট অফিসের পক্ষ থেকে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করা হয়।
মিজানুর রহমান/এফএ/এমএস