বখাটেদের গ্রেফতারের দাবি


প্রকাশিত: ১০:৫২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

বখাটেদের উৎপাত থেকে বাঁচতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

চার শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক বৃহস্পতিবার দুপুরে দাশুড়িয়া-কুষ্টিয়া হাইওয়ের রূপপুর পাকার মোড়ে এ সমাবেশ করেন। এ সময় লালন শাহ সেতুর পাকশী এলাকাসহ ঊভয় দিকে প্রচুর সংখ্যক যানবাহন আটকা পড়ে।

উল্লে­খ্য, গত ২৪ সেপ্টেম্বর রূপপুর গার্লস স্কুলের তিনজন ছাত্রীকে বাড়ি ফেরার পথে কয়েকজন বখাটে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং লাঞ্ছিত করে। এ ঘটনার পরদিন স্কুলের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

কিন্তু ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর আশ্বাস দিলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

এর প্রতিবাদে বৃহস্পতিবার আবারো এলাকার ৪টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা রূপপুর মোড়ে মানববন্ধন সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশীদুল্ল­াহ ও হাবিবুল ইসলাম হব্বুল, প্রধান শিক্ষক ইসাহাক আলী, আক্তারুজ্জামান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও স্বর্ণকলির শিক্ষক বাবু।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।