সাবেক ইউপি চেয়ারম্যানের জরিমানা


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

পাবনার বেড়ায় যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। এসময় নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

স্থানীয় আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, যমুনা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন ওরফে সোনা মিয়াসহ এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিল।

অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী কয়েকটি গ্রামের ঘর-বাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। এছাড়াও উত্তোলন করা বালু ভারি ট্রাক্টরে পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন্নাহার সুমী বৃহস্পতিবার বিকেলে বেড়া উপজেলার আমিনপুর থানার নটাখোলা ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় নদীতে বালু উত্তোলনের মূল হোতা রূপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন ওরফে সোনা মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি নিজের অপরাধ স্বীকার করলে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একে জামান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।