উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামে বিদ্যুৎপৃষ্টে সবুজ হোসেন (২২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন ওই গ্রামের রাজমিস্ত্রী নান্নু মিয়ার ছেলে ও উল্লাপাড়া আকবর আলী বিজ্ঞান কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জানান, বিকেলে নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিল সবুজ হোসেন। এ সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইউসুফ দেওয়ান রাজু/ এমএএস/পিআর