যমুনা নদী থেকে গলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়ারাঘাট পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, যমুনায় ভাসতে ভাসতে মরদেহটি বিয়ারাঘাট এলাকায় তীরে আসার পর স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, পুরুষ হলেও গলিত এ মরদেহটির বয়স বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে উজান থেকে দীর্ঘদিন ধরে ভাসতে ভাসতে মরদেহটি এ অঞ্চলে এসে পৌঁছেছে।
এসএস/এমএস