`শিক্ষাই পারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে`


প্রকাশিত: ০৮:২০ এএম, ০১ অক্টোবর ২০১৬

পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার গুরুত্ব অপরিসীম। একক চেষ্টা নয় সকলের সহযোগিতায় পার্বত্য এলাকার এই শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব।

শনিবার সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

 বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, পৌর মেয়র মো. ইসলাম বেবী, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া ।

মন্ত্রী বলেন, খুব শিগগিরই নাইক্ষ্যংছড়ি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া আলিকদম উপজেলায় ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী।

এছাড়াও পার্বত্য এলাকায় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য বান্দরবান পার্বত্য জেলায় খুব শিগগিরই পলিটেকনিক্যাল ইনস্টিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী ।

এ সময় মন্ত্রী বান্দরবান সরকারি কলেজের জন্য আন্তঃক্রীড়া ও বহিঃক্রীড়ার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকা অনুদান দেয়া হয়।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।