গাইবান্ধায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা হওয়া মামলায় গাইবান্ধা জেলা সদরসহ ছয় উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন যৌথবাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন থানায় নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বিএ/আরআইপি