যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০২ অক্টোবর ২০১৬

ঈশ্বরদীর চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি গুলি­ পারভেজকে (৪০) গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।  শনিবার রাতে তাকে ঈশ্বরদী বাজারের সিঙ্গার শোরুম থেকে গ্রেফতার করা হয়।

পারভেজের বাবার নাম মুক্তার হোসেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) রমজান আলী ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ফতেহ মোহাম্মদপুর এলাকার মুরাদ হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।