গাইবান্ধায় বিদ্যালয়ের ২০টি কম্পিউটার পুড়ে গেছে


প্রকাশিত: ১০:০৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আলহাজ সেলিমা মাধ্যমিক ও কারিগরি মহাবিদ্যালয়ের ল্যাবসহ সংলগ্ন চারটি দোকান পুড়ে গেছে। এতে ল্যাবের ২০টি কম্পিউটারসহ যাবতীয় আসবাবপত্র ভষ্মীভূত হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালিরখামার গ্রামে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ল্যাবে হঠাৎ আগুন ধরে। এতে ল্যাবের ২০টি কম্পিউটারসহ যাবতীয় আসবাবপত্র ও সংলগ্ন চারটি দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অধ্যক্ষ।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোত্তালিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।