দুর্গোৎসবে বন্ধ থাকবে লাইসেন্স করা মদের দোকান


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০২ অক্টোবর ২০১৬

শারদীয় দুর্গোৎসবের মধ্যে মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধের ঘোষণা দিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ বলেছেন, কোনো প্রকার মদ্যপান চলবে না। যাদের লাইসেন্স করা মদের দোকান রয়েছে দুর্গোৎসবে সেগুলোও বন্ধ থাকবে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের নেতা ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

শারদীয় দুর্গোৎসবে পুলিশ কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষে স্ব স্ব পূজামণ্ডবে স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রাখতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর রহমান খান, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাড. বিমল কুমার দাস, জেলা কমিটির সভাপতি অ্যাড. সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু, এএসপি (সদর সার্কেল) ফারুক আহম্মেদ প্রমুখ।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।