সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
পুলিশের কাজে বাধাদান ও নাশকতার মামলায় সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মিরপুর উত্তরপাড়া মহল্লার মৃত মুন্সী গোলাম হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মুন্সী আলমের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এদিকে, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আলমকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নিবাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, বিএনপি জাতীয় নিবাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুলাহ আল কায়েস।
এফএ/এমএস