জেএসএস ও পিসিপি নেতাদের আদালতে হাজিরার নির্দেশ


প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৩ অক্টোবর ২০১৬

পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) বান্দরবান জেলা শাখার নেতাদের আগামী সাত দিনের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আদালত। সোমবার দুটি বাংলা জাতীয় দৈনিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ স্বাক্ষরিত এক স্মারকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জেএসএসের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক জলি মং মার্মা, মং পু মার্মা (হেডম্যান), বান্দরবান জেলা জেএসএস সাধারণ সম্পাদক ক্যা বা মং মার্মা, সাবেক ইউপি চেয়ারম্যান সম্ভু কুমার তংচঙ্গ্যা, মং সিং শৈ, জেএসএসের জেলা সহ-সভাপতি চিং হ্লা মং চাক, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অং থোয়াই চিং মার্মা, পিসিপির সাবেক জেলা সভাপতি মংস্ত মার্মা ওরফে মং এ সাইন, পিসিপির জেলা সভাপতি উবা সিং মার্মা, সাধারণ সম্পাদক অজিত তংচঙ্গ্যা, সহ-সভাপতি প্রীতি ভূষণ তংচঙ্গ্যা, সহ-সাধারণ সম্পাদক পাসেন বম, মনির ওরফে মইন্না, সাদ্দাম হোসেন, হাইনু মং মার্মা, মং ম্যাচিং মার্মা, বাচমং মার্মা, বাচিং মং মার্মা, বিঞ্চু চাকমাকে হাজির হতে নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার জিআর মামলা নং-২১৮/২০১৬ (বান্দরবান সদর থানায় মামলা নং ১২) আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/ ৫ মতে আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় ফৌজদারি কার্যবিধি ৩৩৯ বি (১) ধারায় তাদের অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হবে।

সৈকত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।