মহাসড়কে বাঁশের হাট : ঘটছে দুর্ঘটনা


প্রকাশিত: ০৪:২৪ এএম, ০৪ অক্টোবর ২০১৬

ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের দাশুড়িয়ায় নিয়মিত বাঁশের হাট বসানোর ফলে মাঝে মধ্যেই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। এতে পথচারী থেকে শুরু করে যাত্রীদের প্রাণহানিসহ মারাত্মক ক্ষতি হচ্ছে।

জানা গেছে, এ মহাসড়ক দিয়ে প্রতিদিন ঈশ্বরদী, কুষ্টিয়া, খুলনা, যশোর, চারঘাট, বাঘা, লালপুর ও দৌলতপুর অঞ্চল থেকে শত শত যানবাহন ঢাকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মধ্যে চলাচল করে থাকে। অথচ গুরুত্বপূর্ণ এ মহাসড়কের উপর  দীর্ঘদিন থেকে এলোমেলোভাবে বাঁশের হাট বসানো হলেও দেখার কেউ নেই।

বাঁশ হাটের নিকটস্থ এলাকাবাসীর অভিযোগ, একটি সুবিধাবাদী চক্র নিজেদের সুবিধার জন্য এ মহাসড়কের উপর হাট বসিয়ে এলাকাবাসীদের  ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তারা জরুরি ভিত্তিতে বাঁশ হাটটিকে নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।