যাত্রীবাহী বাসে ফেনসিডিল : আটক ২
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাসের চালক এবং তার সহকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সাতটিকরী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- কুষ্টিয়া থানা পাড়া মহল্লার কালু মন্ডলের ছেলে বাসচালক আব্দুল আলিম (৫২) ও সহকারী চারহাসপাড়া মহল্লার আমজাদ হোসেনের ছেলে হিরো মিয়া (২৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-০০৫৪) একটি বাসে তল্লাশি চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বাসটি জব্দ ও চালক-সহকারীকে আটক করা হয়। পরে যাত্রীদের নামিয়ে অন্য যানবাহনে তুলে দেয়া হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
এসএস/পিআর