পাবনায় বোমা বিস্ফোরণে নারীর মৃত্যু


প্রকাশিত: ০৭:১২ এএম, ০৪ অক্টোবর ২০১৬

পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে মাহিরন বেগম (৭৫) নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পুত্রবধূ রেশমা খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

নিহত মাহিরন বেগম চরবলরামপুর গ্রামের তাজু প্রামাণিকের স্ত্রী এবং রেশমা খাতুন তার ছেলে আজিবর প্রামাণিকের স্ত্রী।

আহত রেশমা খাতুনের স্বামী আজিবর হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে তার মা মাহিরন এবং তার স্ত্রী রেশমা ফজরের নামাজ আদায়ের জন্য ঘরের বাইরে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে।

এতে দুজনই গুরুতর আহত হলে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে মাহিরন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত রেশমা হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর পাবনা সদর সার্কেল এএসপি শেখ মো. সেলিম এবং ওসি (তদন্ত) মুন্সী আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।

এএসপি শেখ সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

একে জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।